টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নব্য রাজাকার বলে আক্ষায়িত করে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, একজন রাজারকার মুক্তিযোদ্ধা হতে পারে না। কিন্তু একজন মুক্তিযোদ্ধা নব্য রাজাকার হতে পারে। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে রাজাকারদের বিচার করার জন্য। কিন্তু রাজাকারদের রক্ষার জন্য যারা কথা বলেন তারা হলেন নব্য রাজাকার। গতকাল মঙ্গলবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডির অর্থায়নে দরিদ্র মহিলাদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, মানুষ হত্যা করে এবং ঘর-বাড়ি পোড়ায় তারা দেশদ্রোহী। বিএনপি জামায়াত শিবির ক্ষমতায় আসলে দেশ জঙ্গী আস্তানায় পরিণত হবে। শেখ হাসিনা বাঁচলে, দেশ বাঁচবে। বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তাই শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে।
কালিহাতী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ানম্যান আনোয়ার হোসেন মোল্লাসহ গ্রামীন নারীরা উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী ১১০ জন দু:স্থ গ্রামীন মহিলাদের হাতে চেক ও সনদপত্র তুলে দেন।---ডিনিউজ
কালিহাতী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ানম্যান আনোয়ার হোসেন মোল্লাসহ গ্রামীন নারীরা উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী ১১০ জন দু:স্থ গ্রামীন মহিলাদের হাতে চেক ও সনদপত্র তুলে দেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়