Sunday, August 25

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের চরম পরিণতি হবে: ইরান

ঢাকা : ইরানি সেনাবাহিনীর সহকারি প্রধান মাসুদ জাজাইয়েরি বলেছেন, সিরিয়া বিষয়ে যদি ওয়াশিংটন ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম পরিণতি বহন করতে হবে। রোববার ফার্স বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।

জাজাইয়েরি বলেন, যুক্তরাষ্ট্র জানে সিরিয়া বিষয়ে রেড লাইনের সীমানা কতটুকো। সিরিয়া সংক্রান্ত যে কোন ধরণের সামরিক হস্তক্ষেপ করা হলে হোয়াইট হাউসকে এর অনেক ক্ষতিপূরন গুনতে হবে।

উল্লখ্য, মালয়োশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল রোববার সাংবাদিকদের বলেছেন, পেন্টাগন সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করতে তৈরী রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই তা হয়তো শুরু করা হতে পারে বলে তিনি জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়