Monday, August 26

নরসিংদীতে প্রবীণদে চক্ষু অপারেশন সম্পন্ন

নরসিংদী:  রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক)ও প্রজন্ম সেতুর আর্থিক সহযোগীতায় রিক পাচঁদোনা ইউনিয়নের প্রবীন কমিটির উদ্যোগে ২৪ ও ২৫ আগস্ট নরসিংদী লায়ন্স চক্ষু হাসপাতালে ১৫জন প্রবীণ ব্যাক্তিকে চোখের ছানী পরা অপারেশন সম্পন্ন করা হয়। চক্ষু অপারেশন অনুষ্ঠানের উদ্ধোধনী দিনে উপস্থিত ছিলেন বেসরকারী সেবা সংস্থা রিক এর কেন্দ্রীয় কার্যালয়ের ক্ষুদ্রঋণ বিভাগের জেনারেল ম্যানেজার তুহিন সেন,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফেরদৌসী বেগম গীতালী,ডেপুটি জেনারেল ম্যানেজার ক্ষুদ্র ঋণ বিভাগ(হিসাব)মোঃ খালেদুল ইসলাম,কনর্সান অফিসার স্বপন কুমার অধিকারী,প্রজন্ম সেতুর পক্ষে উপস্থিত ছিলেন সুমাইয়া সাবরিন ইভা, সিরাজুম ইসরাত নোভা ও রানা হক। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিক এর নরসিংদী জেলার এরিয়া কর্মকর্তা মোঃ আকতার হোসেন,সহকারী এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম,পাঁচদোনা প্রবীণ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সেক্রেটারী মোঃ আব্দুল লতিফ মিয়া ও আরজু মিয়া। চক্ষু অপারেশন কার্যক্রম পরিচালনা করেন ডাঃ রুহুল আমিন ও সহকারী সিনিয়র ষ্টাফ নার্স স্বপ্না বিশ্বাস ও শিউলী আক্তার। চক্ষু অপারেশন এর কার্যক্রমে সার্বিক সহযোগীতা প্রদান করেন নরসিংদী  লায়ন্স চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল বিশ্বাস। তিনি এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং পরবর্তীতে সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। অত্যন্ত সাফল্যজনক ভাবে ১০ জন পুরুষ ৫ জন  প্রবীন মহিলার চক্ষু অপারেশন করা হয় এবং তাদের বিনামূল্য ঔষধ প্রদান করা হয়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়