Sunday, August 18

১৯তম অধিবেশনে যোগ দিচ্ছে বিএনপি

ঢাকা : জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।

রোববার বিকেলে এ ব্যাপারে সংসদে জানতে চাইলে বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা সংসদে যোগদানের ব্যাপারে আগ্রহী, সরকারের যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রস্তাব নিয়ে আসে তা হলে ভালো হয়।’

তবে সংসদ শুরুর দিন বা আগের দিন সংসদীয় কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। এর আগে দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন এ্যানী।

উল্লেখ্য, গত অধিবেশনে ভারপ্রাপ্ত চিফ হুইপ হিসেবে দায়ত্ব পালন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের ১৯তম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। রোববার সংসদ সচিবালয় জানিয়েছে, ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। চলতি বছরে এটি হবে চতুর্থ অধিবেশন।

সংসদের ১৮তম অধিবেশন শেষ হয় গত ১৬ জুলাই। দীর্ঘ অনুপস্থিতির এ অধিবেশনে যোগ দেয় প্রধান বিরোধী দল বিএনপি ও ১৮ দলের শরিকরা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়