সিরিয়ায় পূর্ব দামেস্কে সরকারি বাহিনীর এক অ্যামবুশে ৬২ জন বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনাটি ঘটে।
বিবিসির প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক পর্যবেক্ষকদের একটি দল এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তারা জানান, সেনাবাহিনীর অ্যামবুশে ৬২ জন বিদ্রোহী শহীদ হয়েছেন। এদের বেশিরভাগই তরুণ।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বিদ্রোহীদের নিহতের বিষয়ে নিশ্চিত করলেও নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। কিন্তু সানা এই বিদ্রোহীদের আল-নুসরা সংগঠনের সদস্য বলে অভিহিত করেছে।
ঘটনাস্থল থেকে পাওয়া সব মেশিনগাল ও রকেট গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
সূত্র: বিবিসি, ওয়ার্ল্ড বুলেটিন
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়