Tuesday, August 13

কানাইঘাটে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের জকিগঞ্জ আটগ্রাম বিজিবি ক্যাম্পের জওয়ানরা এক অভিযান চালিয়ে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা গ্রামের ত্রিমোহনী থেকে মাদক ব্যবসায়ীরা কর্তৃক ফেলে যাওয়া ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। আটগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মখলিছুর রহমান ও গোপন সংবাদে জানতে পারেন যে, রবিবার রাতে কানাইঘাটের কাড়াবাল্লা সীমান্ত এলাকাদিয়ে একদল মাদক ব্যবসায়ী চোরাইপথে ভারত থেকে ফেনিসিডিলের চালান নিয়ে আসছে। এসময় তিনি ক্যাম্পের অন্যান্য জওয়ানদের নিয়ে মাদক ব্যবসায়ীদের ধরার জন্য ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি চটের বস্তায় রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ উদ্ধারকৃত ফেনসিডিল কানাইঘাট থানায় জমা দিয়েছে আটগ্রাম বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্যাম্পের নায়েক সুবেদার মখলিছুর রহমান বাদী হয়ে পালিয়ে যাবার সময় এলাকার লোকজন মাদক ব্যবসায়ীদের চিনতে পারায় থানায় কানাইঘাট উপজেলার ৯নং ডোনা গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র কালাম উদ্দিন (৪৫) বড়চাতল গ্রামের মৃত আখদ্দছ আলীর পুত্র রহিম উদ্দিন (৪০), রতনগুল গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র আলতাফ (৪২), চাপনগর গ্রামের ছবুর মিয়ার পুত্র মাহবুবুর রহমান কে মাদকদ্রব্য আইনে আসামী করে আজ একটি মামলা দায়ের করেছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়