Friday, August 2

ফেসবুকের শেয়ারের দাম বাড়ল

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের শেয়ারের দাম বাড়ল। মোবাইলফোনে বিজ্ঞাপনের আয় বৃদ্ধির ফলে শেয়ারের দাম ১৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইলে বিজ্ঞাপনের আয়ের ব্যাপারে যে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে বেশি আয়ের ফলে শেয়ারে দাম বেড়ে যায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বুধবার ফেসবুকের শেয়ার প্রায় ৩৮ ডলার বাণিজ্য করেছে। এর মধ্য দিয়ে ২০১২ সালের মে মাসে ফেসবুকের শেয়ার যেখানে ছিল এই প্রথম তা এক ধাপে অনেক এগিয়ে গেছে।  
ফেইসবুক তাদের এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মুনাফার তথ্য প্রকাশ করেছে।
বর্তমানে ফেসবুক কোম্পানি মোবাইলের বিজ্ঞাপন থেকেই আয় করছে ৪১ শতাংশ।
দীর্ঘ প্রতিক্ষার পর শেয়ারের দাম বেড়ে যাওয়ার ফলে ফেসবুকের বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেন, “মোবাইলে ফেইসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে সর্বোত্তম করতে আমরা যে কাজ করেছি, তার আশাতীত ফল পাচ্ছি। এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরী করে দিয়েছে।” প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ইবার্সম্যানের ভাষ্য অনুযায়ী, গত জুনে ফেইসবুক ব্যবহারকারীরা প্রতি দিন ২০ বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছেন।
এর আগে গেল বছরের সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারে ধস নামে। ওই সময় ফেসবুকের শেয়ার বাণিজ্য ১৭.৭ শতাংশ নেমে যায়।
সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়