Monday, August 5

গণতন্ত্র আবার অবরুদ্ধ হোক আমরা চাই না : নানক

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার করেছি। এজন্য অনেকেই জীবন দিয়েছেন। তাই আমরা চাই না গণতন্ত্র আবার অবরুদ্ধ হোক।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশে অনেক মানুষ হত্যা ও নির্যাতন করেছে। আমরা ক্ষমতায় এসে কোন প্রতিশোধ নেইনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার করেছি। এজন্য অনেকেই জীবন দিয়েছেন। জীবনের বিনিময়ে গণতন্ত্রকে এনেছি। তাই আমরা চাই না আবার কোন কারণে কোন ভাবে গণতন্ত্র অবরুদ্ধ হোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভোট ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে দাবী করে তিনি বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ-জাতি ঘুরে দাঁড়িয়েছে, তখন তাকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হচ্ছে। হত্যাকারীদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশে ৭৫’র সেই অবস্থা নেই।

শেখ কামালের স্মৃতি চারণ করে নানক বলেন, শেখ কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জাতির পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একাধারে ক্রীড়া, সাংস্কৃতিক, সংগঠক ও সমাজ সেবক ব্যক্তিত্ব ছিলেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়