Tuesday, August 13

বরগুনা-২ শূন্য আসনের উপ নির্বাচনের প্রস্তুতি

বামনা(বরগুনা): বরগুনা-২ আসনের সরকার দলীয় সংসদ সদ্য গোলাম সবুর টুলু সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়ে পড়ে। শূন্য এ আসনে উপ নির্বাচনের লক্ষে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন(ইসি)। সংসদ সচিবালয় গত ২৬ জুলাই  আসনটি শূন্য ঘোষণা করে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বলিত চিঠি সচিবালয়ে পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে আগামী সপ্তাহের মধ্যে এ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। সেপ্টেম্বরের ২৯ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতা নিয়ে ইসি প্রস্তুতি নিচ্ছে।
শূন্য এ আসনে উপ নির্বাচন নিয়ে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে আলোচনা। দলীয় প্রার্থী হওয়া নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন স্থানীয় নেতারা। অপরদিকে, ভোটারদের মধ্যে চলছে নতুন নির্বাচনের আমেজ। বরগুনা-২ আসনটি জেলার তিন উপজেলা বামনা-পাথরঘাটা-বেতাগী সমন্বয়ে গঠিত। 
নির্বাচন কমিশনার আবদুল মোবারক এ বিষয়ে বলেন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী জানুয়ারীর শেষ দিকে। সে অনুযায়ী এ আসনে উপ নির্বাচন করতে ইসির সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 
নির্বাচনে বরগুনা-২ আসনের উপ  নির্বাচনে টিকিট পেতে আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে দৌড় ঝাপ শুরু করেছেন। নির্বাচনী এলাকায় দোয়া চেয়ে পোস্টার,ফেস্টুন সাটানোসহ গণসংযোগের প্রক্রিয়া চালাচ্ছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার বাবু, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন,কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সিনিয়র সহ- সভাপতি, ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ও বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. হারুন অর রশিদ, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল হোসেন সিকদার, সাবেক এম.এল.এ শাহাজাদা আবদুল মালেক খানের ছেলে বিশিষ্ট শিল্পপতি মালিক এ ফিদা খান ও আমেরিকা প্রবাসী মাহবুবুর রহমান টুকু। আ.লীগের এ নেতারা গত নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। শেষাবধি এ আসনে আ.লীগের প্রার্থী মনোনয়ন পান শিল্পপতি গোলাম সবুর টুলু। তিনি নির্বাচনে বিজয়ী হন। তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া নিহত টুলুর বড় ভাই পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. গোলাম কবির  এ আসন থেকে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন।  
দুর্ভাগ্যবশত ২৬ জুলাই সরকার দলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুতে আসনটি শূণ্য হয়। এ পরিস্থিতিতে কেউ নির্বাচনের বিষয়ে নেতারা মূখ খুলছেননা। তবে দলীয় মনোয়ন লাভের আশা করছেন তারা। এজন্য নির্বাচনী এলাকায় দোয়া চেয়ে পোস্টার,ফেস্টুন সাটানোসহ গণসংযোগের প্রক্রিয়া চালাচ্ছেন। 
নিহত সংসদ সদস্যের  পরিবার থেকে এ বিষয়ে কোন কথা বলা হচ্ছে না। তবে এলাকায় জনশ্রুতি আছে নিহত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মীনী এ আসনে মনোনয়ন চাইতে পারেন।  
অপরদিকে এ আসনে বিএনপির প্রার্থী হওয়া না হওয়া নিয়ে দলীয় কোন আগ্রহ কিংবা কোন বক্তব্য পাওয়া যায়নি। 
সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে আসনটিতে নির্বাচন করতে হবে সে অনুযায়ী আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপ নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য উপ নির্বাচনের আগাম প্রস্তুতি ইসির। 
ইসির সূত্রে জানাযায়, বরগুনা-২ আসনের উপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন(ইসি)। আগামী সপ্তাহে তফসিল ঘোষনা হতে পারে। সেপ্টেম্বরের শেষের দিকে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ঈদের আগেই এ আসনটি শুণ্য ঘোষনার গেজেট ও হাতে পেয়েছে নির্বাচন কমিশন।  এ ছাড়া ইসি সচিবালয়কে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে কমিশন। 
গত ২৬ জুলাই আসনটি শূণ্য ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। শূণ্য ঘোষনার গেজেট সহ একটি চিঠি গত ২৮ জুলাই ইসি সচিবালয়কে পাঠিয়েছে সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান। 
এ দিকে নির্বাচনের নিয়ম অনুযায়ী জাতীয় নির্বাচন বা উপ নির্বাচন সাধারনত ভোট গ্রহনের ৪০/৪৫ দিন আগে তফসিল ঘোসনা করা হয়। তবে নূন্যতম সময়ের কোন বাধ্যবাধকতা নেই। এজন্য ৪০/৪৫ দিন হাতে রেখে আগামী সপ্তাহের মধ্যে  তফসিল দিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে নির্বাচনের ভোট গ্রহন হতে পারে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে বরগুনা-২ আসনে উপ নির্বাচন করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়