Thursday, August 15

মিশরে সেনা অভিযানে নিহত ৪২১ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা : মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মুরসি সমর্থকদের ওপর গতকালের অভিযানে ৪২১ জন নিহত গেছে, আহত হয়েছে ৩৫৭২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফাতহুল্লাহ এ পরিসংখ্যান দিয়েছেন বলে মিশরীয় বার্তা সংস্থা আলইয়াওমুস সাবে জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী- রাজধানী কায়রোর রাবেয়া স্কোয়ারে নিহত হয়েছে ১৩৭ জন, নাহদা স্কোয়ারে ৫৭ জন এবং হালাভনে নিহত গেছে ২৯ জন। বাকি ১৯৮ জন মারা গেছে মিশরের বিভিন্ন প্রদেশে। এ ছাড়া, সংঘর্ষে ৪৩ জন পুলিশ নিহতের দাবিও করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি হিসাবে মিশরের বিভিন্ন এলাকায় আহত হয়েছে মোট ৩৫৭২ জন।

সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪২১ বলা হলেও কোনো কোনো মাধ্যমে বলা হয়েছে নিহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গেছে।

মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনকে উচ্ছেদের নামে নিরাপত্তা বাহিনী গতকাল যে গণহত্যা চালিয়েছে, বিশ্বব্যাপী তার নিন্দা অব্যাহত রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়