বিদেশী গণমাধ্যমে উঠে এলেন বাংলাদেশি এক গণিত পাগল তরুণ বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান।যিনি গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন।
একসময় ‘উদ্ভাস’ কোচিং-এ সহস্র গুণমুগ্ধ শিক্ষার্থীকে সামনাসামনি পড়ালেও প্রবাসে সেটা একটু কঠিন হয়ে যায়। তাই এবার তিনি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনলাইনকে৷
ইউটিউবে চমক হাসানের চ্যানেলে গেলেই পাওয়া যাবে ভিডিওগুলো৷ শিক্ষার্থীদের সুবিধার্থে 'গণিতের রঙ্গে', 'চটপট গণিত' আর 'ক্যালকুলাসের অ-আ-ক-খ' এই তিন পর্বে ভাগ করা হয়েছে ভিডিওগুলোকে৷
এর মধ্যে গণিতের রঙ্গে পর্বের ভিডিওতে চমক নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অঙ্ক শেখান৷ আর চটপট গণিত পর্বে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর দেন৷
গণিতের প্রতি চমকের আগ্রহ ছোট্টবেলা থেকেই৷ তবে নবম-দশম শ্রেণিতে পড়ার সময় মুহাম্মদ জাফর ইকবাল ও ড. মোহাম্মদ কায়কোবাদের লেখা 'নিউরনে অনুরণন' বইটি চমককে গণিতের প্রতি বিশেষ আগ্রহী করে তোলে।
বুয়েটে ভর্তির পর গণিত অলিম্পিয়াডের সাথে যুক্ত হলে শিক্ষার্থীদের ক্যাম্পে গণিতের একটা অংশ শেখানোর দায়িত্ব পান চমক৷ সেই থেকে শুরু৷ এরপর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর গণিত শেখানোর বিষয়টা মিস করতে থাকেন চমক৷ সমাধান হিসেবে তিনি বেছে নেন ইউটিউবকে৷ গত বছরের শুরুর থেকে যা এখনো চলমান।
শুধু নিজেই নয় মানুষকেও আলোকিত করবার এই ব্রত গ্রহণ করায় এবার তিনি ঠাঁই করে নিলেন আন্তর্জাতিক গণমাধ্যমেও। ডয়েচে ভেলেতে তাকে নিয়ে প্রকাশিত হল প্রতিবেদন।--পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়