Thursday, August 15

লিবিয়াতে রুশ নাগরিকদের শাস্তির রায় বাতিল করা হয়েছে : রুশ দূতাবাস

ঢাকা : রাশিয়ার নাগরিক শাদরভ ও দোলগভ, যাদের লিবিয়ার সর্ব্বোচ্চ সামরিক আদালত শাস্তির রায় দিয়েছিল, তা বাতিল করা হয়েছে। এই বিষয়ে বুধবারে লিবিয়াতে রুশ দূতাবাসের কনস্যুল বিভাগের প্রধান দেনিস ক্নীশেভ জানিয়েছেন।

রাশিয়ার নাগরিকদের মামলা এবারে নাগরিক আদালতে পাঠানো হয়েছে। কূটনীতিবিদের কথামতো, এবারে অভিযোগকারী হয়েছে দেশের প্রধান অভিশংসক দপ্তর, যারা স্থির করবে, সামরিক অভিশংসক দপ্তর আগে যে অভিযোগ করেছিল, সেটাই তারা সমর্থন করবে, নাকি মামলার নতুন কারণ তৈরী করা হবে। মামলা নাগরিক আদালতে নতুন করে শুরু হবে এই ব্যাপারটা হিসাবে এনে রাশিয়ার নাগরিকদের স্ট্যাটাস বর্তমানে দণ্ড প্রাপ্ত ব্যক্তির বদলে গ্রেপ্তার হওয়া ব্যক্তি করা হয়েছে, আর অভিশংসক দপ্তরের অভিযোগ থেকে স্থির করা হবে, তা আদৌ আদালতে বিচার্য কি না--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়