দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)’র মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)বিজিবিকে মিষ্টি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। বিজিবিও এ সময় বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দেন।
৩ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রায়গঞ্জ বিএসএফ সেক্টরের ডিআইজি, পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন কমাড্যান্ট অফিসার এবং হিলি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি বিজিবি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নামে পাঁচ প্যাকেট মিষ্টি পাঠানো হয়। অপরদিকে বিজিবিও বিএসএফের ঐসব কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের নামে পাঁচ প্যাকেট মিষ্টি দিয়েছে।
হাকিমপুরের হিলি চেকপোস্ট ফটকে বাংলাদেশের বিজিবি’র পক্ষে কোম্পানি কমান্ডার আতাহার আলী ও ভারতের বিএসএফ’র পক্ষে হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভার:) বাল কৃষাণ মিষ্টিগুলো গ্রহণ করেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়