নিজস্ব প্রতিবেদক:
জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী পবিত্র ওমরাহ পালন শেষে আজ শুক্রবার বিকাল ৫টায় দেশে ফিরেছেন। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জমিয়তে উলামা, যুব জমিয়ত, ছাত্রজমিয়ত ও জমিয়তুত্তালাবার পক্ষ থেকে ব্যাপক গণ সংবর্ধনা দেওয়া হয়। জমিয়তে উলামার কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলীমুদ্দীন দুর্লভপুরী এবং মহা-সচিব মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরীর নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী লক্ষ্মীপুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দরে দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশিদ চতুলী, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওঃ শফিকুর রহমান দরবস্তী, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ খলিলুর রহমান, মাওঃ লুকমান আহমদ, মাওঃ শিহাব উদ্দিন, ছাত্রনেতা গিয়াস উদ্দিন, হাফিজ জুবের আহমদ, হাফিজ শুয়াইবুর রহমান, মাওঃ জাকারিয়া, হাফিজ বদরুল ইসলাম, ও ফয়জুল বারী প্রমুখ। সংবর্ধনা শেষে বিশাল মোটর শোভা যাত্রার মাধ্যমে জমিয়তের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরীকে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় নিয়ে আসা হয়। সেখানে উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) এর মাজার জিয়ারতে মাধ্যমে সংবর্ধনার সমাপ্তি ঘটে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
unar bari kanaighater kun gramey
ReplyDelete