ঢাকা: মিয়ানমারের পুলিশ জানিয়েছে বিক্ষুব্ধ বৌদ্ধ জনতা একটি গ্রামে মুসলমানদের বাড়িঘর এবং দোকানপাটে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একজন মুসলমানের মাধ্যমে বৌদ্ধ এক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে গুজব ছড়িয়ে পরায় এ ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিয়ানমারের কট্টরপন্থী ভিক্ষু ইরাথু তার ফেইসবুকে বলেছেন যে, ধর্ষণের গুজব ছড়িয়ে পরার পর শনিবার রাতে মিয়ানমারের উত্তরপশ্চিমের কান্টবালুর কাছের একটি গ্রামে জনতা ধ্বংস যজ্ঞ চালায়। নাম প্রকাশে অনেচ্ছূক ওই এলাকার এক পুলিশ কর্মকর্তা বলেছেন সন্দেহ ভাজন ওই মুসলমানকে জনতার হাতে তুলে দেয়ার দাবীতে তারা থানা ঘেরাও করেছিল। পুলিশ সেটা করতে অস্বীকৃতি জানানোর পর তারা মুসলমানদের বাড়িঘর এবং দোকান পাটে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রন আনার আগেই ৩৫টি বাড়ি এবং ১২টি দোকান সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। --ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়