Friday, August 23

কেশবপুরে রাস্তা কেটে দেয়ায় অর্ধশত ঘরবাড়ি প্লাবিত

কেশবপুর (যশোর): কেশবপুরে রাতের আধারে সরকারী রাস্তা কেটে দেয়ায় ৩ গ্রামের অর্ধশত ঘরবাড়ি  প্লাবিত হয়েছে। আকস্মিকভাবে পানি প্রবেশে করায় আউশ, রোপা আমনধানসহ সব্জীর ক্ষেত তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে জলাবদ্ধতার আশংকা রয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শ্রীপুর, বিষ্ণুপুর ও ঝিকরা গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দেয়। ফলে স্থানীয় ইউপি সদস্য মোনায়েম খান মনা ও গণি ডাকাতের নেতৃত্বে কতিপয় ব্যক্তি ১৯ আগস্ট রাতের আধারে শ্রীপুর-শেখপাড়া সরকারি রাস্তা কেটে দিলে পানি দ্রুত গতিতে বিদ্যানন্দকাটি ইউনিয়নে প্রবেশ করে। এক পর্যায়ে ঐ ইউনিয়নের আউলগাতী, নেহালপুর ও শেখপুরা গ্রামের অর্ধশত ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। এদিকে আকস্মিকভাবে বিলে পানি প্রবেশের কারণে আউশ, রোপা আমনধানসহ সব্জীর ব্যাপক ক্ষতি হয়েছে। নেহালপুর প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হওয়ার বৃহস্পতিবার অনুষ্ঠিত ২য় সাময়িক পরীক্ষা পার্শ্ববর্তী মসজিদে নিতে বাধ্য হয়েছেন। 
নেহালপুর গ্রামের নূর হোসেন, আউয়ালগাতী আবু সাঈদ জানান, এবছর যা বৃষ্টিপাত হয়েছে তাতে গ্রামগুলি কখনও প্লাবিত হত না। দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে সরকারি রাস্তা কেটে দেওয়ায় বিল সংলগ্ন ৩টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিবে। বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আউলগাতী, নেহালপুরসহ তিনটি গ্রামের কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়