Tuesday, August 27

মিঠাপুকুরে নারী গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড


মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে এক নারী গাঁজা ব্যবসায়ীকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামাণ আদালত গঠন করে এই কারাদন্ড দেন।
পুলিশ জানায়, উপজেলা শহরের চিথলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মহুবা বেওয়া (৬০) দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। সে এলাকায় গাঁজা সম্রাজ্ঞী নামে পরিচিত। সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের ডিসির মোড় নামকস্থানে সে গাঁজা বিক্রি করছিল। খবর পেয়ে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে গাঁজা সম্রাজ্ঞী মহুবাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর রশীদ তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) এর (ক) ধারায় গাঁজা সম্রাজ্ঞীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়