Thursday, August 29

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে কমিটি সভায় উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। সভায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় কিছু চিহ্নিত চোরকারবারী চক্র বিভিন্ন সময়ে এলাকার নিরীহ লোকজনদের হয়রানী করার জন্য মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকে। তিনি সম্প্রতি তার এলাকায় নিরীহ লোকজনদের মাদকের মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলে উল্লেখ করেন। দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানান সড়কের বাজারের আইনশৃঙ্খলা অবনতি করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে এলাকায় মারামারি সৃষ্টি করে। এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান। রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান বলেন, তার এলাকায় বহিরাগত ডাকাত ও অপরাধী চক্র হানা দিয়ে চুরি ডাকাতি করে থাকে। তিনি রাজাগঞ্জ এলাকায় পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান। সভায় উপস্থিত আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বলেন, ইদানিং কানাইঘাট জুড়ে বাল্য বিবাহ ব্যাপক আকারে বেড়ে গেছে। বাল্য বিবাহের সাথে নিকাহ রেজিষ্ট্রাররা জড়িত রয়েছেন উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন। কানাইঘাট থানার ওসি (তদন্ত) বজলার রহমান চলতি মাসের উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, বিভিন্ন অপরাধে এ মাসে ২২টি নিয়মিত মামলা দায়র করা হয়েছে। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে সকলের সহযোগিতা চান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাঁতবাক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। আইনশৃঙ্খলা কমিটির সভার পূর্বে উপজেলা চোরাচালানী প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সচ্ছতার সহিত বাস্তবায়নের জন্য কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সচিব  নির্বাহী কর্মকর্তা এস,এম, সোহরাব হোসেন সভায় গুরুত্বারূপ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়