Wednesday, August 14

হবিগঞ্জে মানিক হত্যার ঘটনায় স্ত্রীর মামলা : গ্রেফতার ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মানিক মিয়া (৩৮) হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার (৩২) বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রতিপক্ষ মৃত খেলু মিয়ার ছেলে চাচাতো ভাই কামাল মিয়া (৩০) কে প্রধান আসামী করে ৫৬ জনের নাম উল্লেখ সহ ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে মাধবপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। এ ঘটনায় কামাল সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া গং ও তার চাচা খেলু মিয়ার ছেলে কামাল মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে একখন্ড ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিরোধীয় ভূমিটি নিয়ে উভয় পরিবারের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধলে কিছু গ্রামবাসী কামাল মিয়ার পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষ চাচাতো ভাইদের ফিকলের আঘাতে মানিক মিয়া সহ অন্ততঃ ১১ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় মানিক মিয়া সহ অন্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় মানিককে মৃত ঘোষনা করেন। অপরদিকে বুধবার বিকেলে ময়না তদন্ত শেষে মানিক মিয়ার লাশ রামেশ্বর গ্রামের বাড়িতে নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিধায়ক ঘটনার সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে সেখান কার বাতাস ভারী হয়ে উঠে। পরে জানাযা শেষে গ্রামের পার্শ্ববর্তী আনামুড়া পারিপারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মানিক হত্যার ঘটনায় স্থানীয় জনতা এজাহার নামীয় ১নং আসামী কামাল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এই ঘটনার পরে পুলিশ এজাহার নামীয় আসামী শহীদ মিয়া (৫৫) ও তাজুল ইসলাম (৬০) নামে আরো ২ আসামীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সার্বিক অমল কুমার ধর ও তদন্ত ইয়াসিনুল হক মামলার সত্যতা স্বীকার করে  জানান, এখন পর্যন্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়