Wednesday, August 7

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল কাশেম (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কুলার মহল এলাকায় এ ঘটনা ঘটে।
কাশেমের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে কুলার মহল মসজিদের পাশে আদর মিয়ার নির্মাণাধীন বাড়ির কাজ করছিলেন কাশেম। বেলা পৌনে ১১টার দিকে অসাবধানতাবশত ৫ তলা থেকে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
জানা গেছে, আবুল কাশেমের পিতার নাম মৃত দুলু মাতব্বর। গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলের চর আলকিতে।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়