Sunday, August 4

এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা

:: যশোর প্রতিনিধি ::
এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী হলেন যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের কৃষ্ণ দেবনাথের মেয়ে তৃষ্ণা দেবনাথ। তৃষ্ণা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ওহিদুজ্জামান জানান, এ বছর প্রকাশিত এইচএসসি’র ফলাফলে তার এ প্লাস গ্রেড হয়নি। এতে তিনি হতাশ হয়ে পড়েন। রাতে ঘরের ছাদে উঠে বিষপান করে। পরে তার চিৎকারে বাড়ির লোকজন উদ্ধার করে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়