Thursday, August 29

সিরিয়ায় হামলা ঠেকাতে ইরান ও রাশিয়ার উদ্যোগ

ঢাকা: সিরিয়ায় এই সামরিক আগ্রাসন প্রতিহত করতে যৌথ উদ্যোগ নিতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া। বুধবার রাতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ ব্যাপারে একমত হন।

দুই প্রেসিডেন্ট একজোট হয়ে বললেন , জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো দেশের ওপর সামরিক আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন। সিরিয়ার চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের ওপরও তারা গুরুত্ব আরোপ করেন।


ব্রিটেনের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিরা নিউ ইয়র্কে রুদ্ধদ্বার বৈঠক করার পর পুতিন ও রুহানি এ ফোনালাপ করলেন। নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সভায় সিরিয়ায় হামলার বিষয়টিকে ভোটাভুটিতে দেয়ার আগে রুদ্ধদ্বার বৈঠক করে রাশিয়াকে রাজী করানো ছিল রুদ্ধদ্বার বৈঠক ডাকার পেছনে ব্রিটেনের মূল উদ্দেশ্য। কিন্তু সূত্র জানিয়েছে, বৈঠক শুরুর পরপরই তীব্র মতানৈক্যের কারণে রাশিয়া ও চীনের প্রতিনিধিরা ওয়াকআউট করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়