Sunday, August 4

বাধ্যতামূলক রোজা পালন আইনের বিরুদ্ধে প্রতিবাদ

আলজেরিয়ায় কমপক্ষে ৩০০ জন প্রকাশ্যে পানাহার করে বাধ্যতামূলক রোজা রাখার আইনের প্রতিবাদ জানিয়েছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
শনিবার দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে অনিচ্ছুকদের জন্য রোজা রাখার বিষয়টি কষ্টদায়ক জানিয়ে প্রতিবাদ করে তারা।  
বিক্ষোভের আয়োজনকারী কাবিলি স্বায়ত্তশাসন আন্দোলনের নেতা বুয়াজিজ আইত চেবিল বলেন,"যারা নিজেদের বিশ্বাসের কারণে রোজা রাখতে চান না, তাঁদের বিচার ও সাজা দেওয়ার প্রতিবাদে আমরা বিক্ষোভের আয়োজন করেছি।"
গত সপ্তাহে দেশটির কাবিলি অঞ্চলের তিজি-ওজোউ এলাকায় দিনের বেলা পানাহারের কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনী তিন যুবককে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজতে পাঠায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রমজানে উত্তর আফ্রিকায় রোজা রাখা বাধ্যতামূলক। এ কারণে পুলিশ চাইলে যে কাউকেই গ্রেপ্তার করতে পারে।
আলজেরিয়ার কাবিলি এলাকার বারবার আদিবাসীরা দেশটির সংখ্যাগরিষ্ঠ আরব মুসলমানদের চেয়ে কম ধর্মানুরাগী।
সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়