ভোলা : আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোলায় গ্যাস পাওয়ায় আমরা আনন্দিত। এলাকাবাসী এখন থেকে সেই গ্যাস গৃহস্থালী কাজে ব্যবহার করবে। এ গ্যাস দিয়ে দ্বীপ জেলা ভোলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে।’
বুধবার দুপুরে ভোলায় গ্যাস সংযোগের উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এ সময় টেলি কনফারেন্সে ভোলাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভোলায় ইলিশ মাছ থেকে শুরু করে প্রাকৃতিক খনিজ ও কৃষি সম্পদ রয়েছে। সেগুলো রক্ষা করতে হবে। এখানকার মানুষ গত নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে বলেই আমরা সরকার গঠন করে জনগণের সেবা করতে পেরেছি।’
ভোলাবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা পূরণ করার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে। ভবিষ্যতে আর যেন কষ্ট না হয় সেজন্যই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত একটি দেশ।’ উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি নৌকা মার্কায় ফের ভোট চাইলেন।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় প্রাপ্ত শাহবাজপুর গ্যাস ঘরে ঘরে পাওয়া ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। আজ সে প্রত্যাশা পূরণ হয়েছে। এটা ছিল আমার নির্বাচনী ওয়াদা। এরপর বোরহানউদ্দিনে গ্যাস সংযোগ দেওয়া হবে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের এমডি নুরুল ইসলাম, ভোলা জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বিরউল্ল্যাহ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমুখ।--ডিনিউজ
বুধবার দুপুরে ভোলায় গ্যাস সংযোগের উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এ সময় টেলি কনফারেন্সে ভোলাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভোলায় ইলিশ মাছ থেকে শুরু করে প্রাকৃতিক খনিজ ও কৃষি সম্পদ রয়েছে। সেগুলো রক্ষা করতে হবে। এখানকার মানুষ গত নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে বলেই আমরা সরকার গঠন করে জনগণের সেবা করতে পেরেছি।’
ভোলাবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা পূরণ করার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে। ভবিষ্যতে আর যেন কষ্ট না হয় সেজন্যই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত একটি দেশ।’ উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি নৌকা মার্কায় ফের ভোট চাইলেন।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় প্রাপ্ত শাহবাজপুর গ্যাস ঘরে ঘরে পাওয়া ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। আজ সে প্রত্যাশা পূরণ হয়েছে। এটা ছিল আমার নির্বাচনী ওয়াদা। এরপর বোরহানউদ্দিনে গ্যাস সংযোগ দেওয়া হবে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের এমডি নুরুল ইসলাম, ভোলা জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বিরউল্ল্যাহ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমুখ।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়