Thursday, August 8

কানাইঘাট সীমান্তে বাংলাদেশী কাঠুরিয়াকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় গত মঙ্গলবার রাতে বেলাল আহমদ (৩০) নামে এক বংলাদেশী কাঠুরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। সীমান্ত এলাকার লোকজনদের ধারনা ভারতীয় সীমান্তরি বিএসএফ অথবা গামাইর পুঞ্জির অস্ত্রধারী খাসিয়ারা এ কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে। সীমান্তের সুরাইঘাট বিজিবি ক্যাম্প এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকার বড়বন্দ ১ম খন্ড গ্রামের রশিদ আহমদের পুত্র বেলাল আহমদ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সোনাতনপুঞ্জি সীমান্তের ১৩১০ মেইন পিলারের পাশে জ্বালানীকাঠ সংগ্রহ করতে যান। এসময় এ এলাকায় গুলির শব্দ শুনে নিহতের আত্মীয়স্বজন এবং সুরাইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে যান। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সোনাতনপুঞ্জির সিঙ্গাইর নদীতে বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ এক কাঠুরিয়ার লাশ শনাক্ত করে তার স্বজনরা। আজ বুধবার সকালে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বেলাল আহমদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি“কানাইঘাট নিউজকে” বলেন, কাঠুরিয়া বিলালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। জিডি মূলে হত্যাকান্ডের বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়