Monday, August 19

ডায়ানা হত্যায় ব্রিটিশ সেনা জড়িত!

ঢাকা : ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সহধর্মিণী প্রিন্সেস ডায়ানা নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য পেয়েছে ব্রিটিশ পুলিশ। তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ডায়ানা, তার বন্ধু এবং গাড়ির চালক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর হত্যাকাণ্ডের সঙ্গে এক ব্রিটিশ সেনা জড়িত। খবর সিএনএন'র।

সংবাদ মাধ্যম দ্য সানডে পিপল জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র একজন ব্রিটিশ সেনাকে অভিযুক্ত করে সাত পৃষ্ঠার একটি চিঠি লিখেছে যেখানে ডায়ানা ও তার বন্ধুর মৃত্যুর পেছনে রাজকীয় ব্রিটিশ বিশেষ বিমান বাহিনীর জড়িত থাকার কথা উল্লেখ রয়েছে। এ তথ্যের ব্যাপারে আপাতত মুখ না খুললেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ তথ্যটি খতিয়ে দেখছে। নতুন তথ্যের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লন্ডন মেট্রোপোলিটন পুলিশ। অবশ্য ওই সূত্রটির ব্যাপারে কিছু জানায়নি এবং এ তথ্যের কোনো ব্যাখ্যাও দেয়নি কর্তৃপক্ষ। লন্ডন পুলিশ জানিয়েছে, খতিয়ে দেখার অর্থ পুনরায় তদন্ত নয়। ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসের রিজ হোটেল থেকে বের হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা, তার বন্ধু দোদি ফায়েদ ও তাদের গাড়ির চালক।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়