পুলিশ সুপার মাইকেল এস রাজ জানিয়েছেন, সরকারি কাজে ২২ অগস্ট পুলিশের গাড়িতে চেপে গঢ়বা থেকে রাঁচি যাচ্ছিলেন ওই কনস্টেবল। সাত সকালে মাঝ রাস্তায় গাড়ি আটকায় একদল ডাকাত। তাদের প্রত্যকের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা গাড়ি থামিয়ে জোর করে ওই মহিলা কনস্টেবলকে তুলে নিয়ে যায় বন্দুকের ডগায়। তারপর জঙ্গলে নিয়ে গিয়ে অত্যাচার চালায়। গাড়ির চালককেও তারা মারধর করে। স্বামী মারা যাওয়ার পর ওই বিধবা মহিলা কনস্টেবল চাকরিতে যোগ দিয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে, গণধর্ষণের আগে ওই একই রাস্তায় রাত দুটো নাগাদ ডাকাতরা বেশ কয়েকটি গাড়ি থামিয়ে লুটপাট চালায়। ডাকাতদের হদিশ পেতে সক্রিয় হয়েছে ঝাড়খণ্ড পুলিশের গোয়েন্দা বিভাগ।----ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়