ঢাকা : সিরিয়ায় সামরিক হামলায় অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে দেশের ভেতর ও বাইরের চাপে তিনি এ পরিকলল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন বলে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে।
গত কয়েকদিন ধরে ব্রিটিশ সরকার সিরিয়ায় সামরিক হামলার চালানোর বিষয়ে দেশের ভেতরের রাজনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা করে আসছিল কিন্তু লেবার পার্টিসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যরা বিরোধিতা করেছেন।
এছাড়া, ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তারা এবারো ডাউনিং স্ট্রিটের সামনে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করছেন। এর সঙ্গে যোগ দিয়েছে যুদ্ধ-বিরোধী প্রচারণা সংগঠনগুলো।
স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনের নেতা জন রিস জানিয়েছেন, “মাত্র শতকরা ৯ ভাগ ব্রিটিশ নাগরিক মনে করে সিরিয়ার ওপর হামলা চালানোর সিদ্ধান্ত একটি চিন্তা ভালো।”
আজ বৃহস্পতিবার জরুরি অধিবেশনে বসছে ব্রিটিশ সংসদ। সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন নেয়ার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন এ অধিবেশন ডেকেছেন। ব্রিটিশ সরকার এও বলেছে- সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রকাশের পর দ্বিতীয়বার ভোট গ্রহণ করা হবে।---ডিনিউজ
গত কয়েকদিন ধরে ব্রিটিশ সরকার সিরিয়ায় সামরিক হামলার চালানোর বিষয়ে দেশের ভেতরের রাজনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা করে আসছিল কিন্তু লেবার পার্টিসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যরা বিরোধিতা করেছেন।
এছাড়া, ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তারা এবারো ডাউনিং স্ট্রিটের সামনে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করছেন। এর সঙ্গে যোগ দিয়েছে যুদ্ধ-বিরোধী প্রচারণা সংগঠনগুলো।
স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনের নেতা জন রিস জানিয়েছেন, “মাত্র শতকরা ৯ ভাগ ব্রিটিশ নাগরিক মনে করে সিরিয়ার ওপর হামলা চালানোর সিদ্ধান্ত একটি চিন্তা ভালো।”
আজ বৃহস্পতিবার জরুরি অধিবেশনে বসছে ব্রিটিশ সংসদ। সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন নেয়ার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন এ অধিবেশন ডেকেছেন। ব্রিটিশ সরকার এও বলেছে- সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রকাশের পর দ্বিতীয়বার ভোট গ্রহণ করা হবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়