Sunday, August 18

মিশরের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকুন: নেতানিয়াহু

ঢাকা : ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে মিশরের ঘটনাবলীর ব্যাপারে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইলি দৈনিক হারেতজ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মিশরের বর্তমান পরিস্থিতিতে তেলআবিবের নীতির ব্যাপারে আলোচনা করা হয়। ইসরাইলের ১৪ জন মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে এ কমিটি গঠিত এবং প্রধানমন্ত্রী  নেতানিয়াহু এ কমিটির সভাপতি।

দৈনিকটি জানিয়েছে, এ বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিশরের ঘটনাবলীর ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা বা গণমাধ্যমে এ বিষয়ে সাক্ষাতকার দেয়া থেকে বিরত থাকার জন্য সব মন্ত্রী ও কর্মকর্তার প্রতি আহবান জানান।

এদিকে, মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলের একজন কর্মকর্তা মিশরীয় সেনাবাহিনীর প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসির কাছে লেখা চিঠিতে বলেছেন, মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারকে সাহায্য দেয়া বন্ধ করবে না আমেরিকা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়