নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বিধান সাহা সমর্থিত কাশ্মীর গ্রুপের উদ্যোগে গত সোমবার বেলা ২ টায় বীরদল বাজার পশ্চিম মাঠে বিশাল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা রুমান আহমদ এর সভাপতিত্বে এবং মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মাশেব আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি এম. মোস্তাক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহেদ আহমদ, যুবলীগ সদস্য হারিছ আহমদ। বক্তব্য রাখেন মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, যুবলীগ নেতা সুমন আহমদ, আয়েদুর রহমান, ছাত্রলীগ নেতা মামুন রশিদ, মাহফুজ হোসেন, রুবেল আহমদ, সাদিন আহমদ, রাশেদুল ইসলাম কামরান, ইমরান আহমদ, কানাইঘাট কলেজ ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, কামরান আহমদ, সালেহ আহমদ, যুবলীগ নেতা হারুন রশিদ, সেবুল আহমদ, আবুল আহমদ, মুজিব আহমদ, জলাল উদ্দিন, আব্দুল্লাহ, আমিনুর রশিদ, ফারুক রশিদ, শামীম আহমদ, সরোয়ার আহমদ প্রমুখ। প্রধান অতিথি এম. মোস্তাক আহমদ তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগ এদেশের মানুষের এক প্রাচীনতম সংগঠন। ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালী জাতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে সততার রাজনীতি করতে হবে। যেখানেই অন্যায় দেখবে সেখানেই বাংলাদেশ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়বে। ছাত্রলীগ সব সময় এদেশের গরীব-দুঃখী-মেহনতি মানুষের পাশে আছে পাশেই থাকবে। অতীতের সকল বেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলকেই এক সঙ্গে কাজ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি সকল ধর্মের সকল বর্ণের লোকদেরকে ঈদ শুভেচ্ছা জানান। উক্ত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ হোসেন। সভায় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়