ঝিনাইদহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে। বর্তমান সরকারের আমলে দেশে হত্যা, গুম, নির্যাতন বেড়েই চলেছে। সরকার বেছে বেছে বিএনপি নেতাকর্মীদেরকে গুম করছে, তারপর তাদের হত্যা করছে। সারা দেশে হত্যা-গুমের রাজনীতি চলছে উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে তারা গুম করেছে। আজও তিনি ফিরে আসেননি। এছাড়া বিএনপির ১৫৭ জন নেতাকর্মী আজও ঘরে ফিরে আসেনি। দলীয় নেতা-কর্মী হওয়ায় হত্যাসহ সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে এবং ৫০ হাজার আসামী মুক্তি দিয়েছে আওয়ামীলীগ।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হল মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তরিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে। জঙ্গীবাদের উত্থান ঘটে আওয়ামীলীগ সরকারের মদদে। সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে হাসিনা নীরিহ নিরাপরাধ বিএনপি কর্মীদের হাজতে ভরছে। হাজতে এখন আর তিল ধারণের ঠাই নেই।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং জাসাসের সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান। কর্মী সভায় জেলার ৬ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা শহরে একটি বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। ---ডিনিউজ
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হল মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তরিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে। জঙ্গীবাদের উত্থান ঘটে আওয়ামীলীগ সরকারের মদদে। সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে হাসিনা নীরিহ নিরাপরাধ বিএনপি কর্মীদের হাজতে ভরছে। হাজতে এখন আর তিল ধারণের ঠাই নেই।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং জাসাসের সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান। কর্মী সভায় জেলার ৬ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা শহরে একটি বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। ---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়