নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থী মাশিয়াত জামান যুক্তারাজ্যের বৃষ্টলের বিখ্যাত “রেড মেইডস প্রাইভেট গার্লস স্কুল থেকে আই.জি.সি.এসি ও জিসিএসি পরীক্ষায় ৫টি এ ষ্টার ও ৫টি এ সহ কৃতিত্বের সাথে পাশ করেছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। কৃতি শিক্ষার্থী মাশিয়াত জামানের বাবা কানাইঘাট উপজেলার বানীগ্রাম ইউপির বড়দেশ গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সেখানকার বৃষ্টলের বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম শামসুজ্জামান বাহার ও মা মিসেস ফেরদৌসী জামান। কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং পূবালী ব্যাংকের সাবেক পরিচালক মরহুম এম.এ রকিব মাশিয়াত জামানের দাদা, তার নানা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাহির চৌধুরী। মাশিয়াত উচ্চতর ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়ে শিশুদের চিকিৎসায় নিজেকে আত্মনিয়োগ করতে আগ্রহী। সে ভবিষ্যত সাফল্যের জন্য সকলের দোয়া প্রার্থী। এদিকে অনলাইন দৈনিক কানাইঘাট নিউজ ডট কমের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এ.কে.এম শামছুজ্জামান বাহারের সুযোগ্য কন্যা মাশিয়াত জামান যুক্তরাজ্যে জি.সি.এসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি কলামষ্টি মো:মহিউদ্দিন,সম্পাদক মাহবুবুর রশিদ, নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন, বার্তা সম্পাদক কাওছার আহমদ, সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুন নুর ফুলেল শুভেচ্ছা এবং তার ভবিষ্যত সাফল্যে কামনা করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ
Congra.......tion maysha jannat
ReplyDeleteobinondon olal gulap shubasha
ReplyDeleteঅনেক অনেক শুভেচ্ছা
ReplyDelete