:: জয়পুরহাট প্রতিনিধি ::
জেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র ও ক্রেচ বিতরণ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা এ উপকরণ শিশুদের হাতে তুলে দেন।
জেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র ও ক্রেচ বিতরণ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা এ উপকরণ শিশুদের হাতে তুলে দেন।
৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপকরণগুলো বিতরণ করা হয়। প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিকভাবে সদর উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ শিশুকে বাছাই করা হয়। হুইলচেয়ারসহ এদেরকে ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরণও দেওয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, হাজি মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা বেগম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগমসহ আরো অনেকে।---পরিবর্তন
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়