Thursday, August 15

ঘর ছাড়ব দেশ ছাড়ব তবু গোঁফ ছাঁটব না

বিচিত্র এ পৃথিবী-কত বৈচিত্র্যময় ঘটনার সমারোহে টইটম্বুর করে বসুমাতার নিত্যঝুলি! সম্প্রতি পাকিস্তানের এক ব্যবসায়ী মালিক আমির মোহাম্মদ খান আফ্রিদিকে (৪৮) অপহরণ করা হয়েছে, জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে এবং নিজ পরিবার থেকে দূরে এক রকম নির্বাসনেও থাকতে হচ্ছে। আর এ সবগুলো ঘটনার কারণ কিন্তু একটাই। ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি দীর্ঘ গোঁফের কারণে তাকে এতকিছু মুখ বুজে সহ্য করতে হয়েছে। ৭৬ সেন্টিমিটারের পুরোটাই একেবারে নিখুঁতভাবে ছাঁটা। প্রিয় গোঁফের পরিচর্যায় আফ্রিদি প্রতিদিন ৩০ মিনিট সময় ব্যয় করেন। পেশোয়ারের বাসিন্দা আফ্রিদি বলেন, মানুষ আমাকে অনেক সম্মান করে। এটা আমার পরিচয়। গোঁফের কারণে তিনি কেন সব ছাড়তে প্রস্তুত ছিলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নিজেকে আমি বেশ তৃপ্ত ও সুখী মনে করি। ৩০ ইঞ্চি দীর্ঘ গোঁফটি এর আগে জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্যদের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইসলামী রীতির বিরুদ্ধে হওয়ায় তালেবানেরা তাকে গোঁফটি ছেঁটে ফেলতে বলেছিল। শেভ না করলেও তাকে অবশ্যই মুড়িয়ে ফেলতে হবে গোঁফটি। প্রথমে রক্ষাপণ হিসেবে তার কাছ থেকে প্রতি মাসে ৫০০ ডলার দাবি করেছিল সংগঠনটি। আফ্রিদি সেটা দিতে অস্বীকার করায় ২০০৯ সালে তার বাড়িতে ৪ বন্দুকধারী হানা দেয়। এরপর তাকে অপহরণ করে ১ মাস আটকে রেখেছিল জঙ্গি সংগঠনটি। গোঁফটি কেটে ফেলার পরই তাকে ছেড়ে দিয়েছিল তারা। আফ্রিদি বলছিলেন, তারা আমাকে মেরে ফেলতে পারে বলে শংকিত ছিলাম। আর তাই গোঁফটিকে বলি দিতে বাধ্য হলাম আমি। এ ঘটনার পর পালিয়ে পেশোয়ারে নিরাপদ স্থানে আশ্রয় নেন আফ্রিদি। ২০১২ সালে যখন আবার তার গোঁফ বড় হল, নতুন করে হুমকি আসতে শুরু করল। তাই তিনি উত্তর-পশ্চিমাঞ্চল ছেড়ে ফয়সালাবাদে গেলেন। পরিবার থেকে দূরে অনেকটা নির্বাসন জীবনযাপনই বেছে নিলেন। মাসে এক বা দুই বার পরিবারকে দেখতে যান। আফ্রিদি বলেন, আমি এখনও শংকিত। পেশোয়ারে পরিবারের সঙ্গে রমজান মাসটা কাটাতে এসেছি আমি। কিন্তু বেশির ভাগ সময় আমি বাসায় থাকি। অবশ্য, তার স্ত্রী ও ১০ সন্তান গোঁফ নিয়ে খুব একটা আপত্তি করে না। কিন্তু, মাঝে-মধ্যে তারা গোঁফ কাটার অনুরোধ করেন। আফ্রিদি বলেন, মাঝে মধ্যে আমার পরিবারের সদস্যরা গোঁফ কাটতে বলে। একসঙ্গে থাকার জন্য তাদের এ মিনতি শুনতে গিয়ে প্রিয় গোঁফ কাটতে নারাজ আফ্রিদি। আফ্রিদির কথায়, আমি ঘর ছাড়ব, দেশ ছাড়ব তবু গোঁফ ছাঁটব না। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়