Wednesday, August 14

নিখোঁজ ইলিয়াস আলী দমদম জেলে নেই

কলকাতা : ইলিয়াস আলী নামের কোন বাংলাদেশী অনুপ্রবেশকারী সিমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা অথবা দমদম জেলে নেই। বসিরহাট, বনগাঁ এবং দমদম জেল কতৃপক্ষ এ কথা জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম নিখোঁজ ইলিয়াস আলী পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে 'বেঁচে আছেন এবং ভারতের পশ্চিমবঙ্গের কোনো একটি কারাগারে বন্দি আছেন'- তার আপন ছোটো ভাই আসকির আলী এমন দাবি করলে ডিনিউজ এর কলকাতা প্রতিনিধি কারা কতৃপক্ষের সাথে যোগাযোগ করে ইলিয়াস আলীর দমদমে বন্দী না থাকার বিষয়টি নিশ্চত করেন ।
তবে ইলিয়াস আলী সিমান্তবর্তী এলাকায় আত্মগোপন করে থেকে জেল বন্দির গল্প বানানো হচ্ছে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের কারা ও প্রশাসনিক মহল।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়