Monday, August 5

কানাইঘাটে ব্যবসায়ী হত্যা !!জড়িত সন্দেহে মহিলাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট রাজাগঞ্জ বাজারের এক চাল ব্যবসায়ীকে গত রবিবার তারাবীহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যার ঘটনায় কানাইঘাট থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে উপজেলার গাজীপুর গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী লতিফা বেগম (৪৫), লুৎফুর রহমানের স্ত্রী দিলারা (২২) এবং মৃত ইরফান আলীর পুত্র ওলিউর রহমান (৭০) কে ঘটনার রাতেই আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯নং রাজাগঞ্জ ইউপির নয়ামাটি (পাহাড়) গ্রামের মৃত সরাফত আলীর পুত্র রাজাগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী আবুল কালাম মিনার (৫০) বাজারের মসজিদে তারাবীহ নামাজ পড়ে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে মইনা গ্রামের খালিবাড়ি নামক স্থানে আসামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যবসায়ী আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত এ ব্যবসায়ীকে উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আটককৃতদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, আবুল কালাম হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তারা ঘটনার সাথে জড়িত নয়। অপর দিকে নিহতের আত্মীয়রা জানিয়েছেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওলিউর রহমারে লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়