কানাইঘাট উপজেলার জন্তিপুর গ্রাম থেকে গত রবিবার রাতে একটি ফোরষ্ট্রোক সিএনজি চুরির সময় স্থানীয় জনতা দুই গাড়ী চোর চক্রের সদস্যকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা যায়, রবিবার রাত ১০টার দিকে পৌরসভার রায়গড় গ্রামের ব্যবসায়ী ময়না মিয়ার পুত্র দেলোয়ার (১৮), একই গ্রামের প্রবাসী মুহিবুর রহমানের পুত্র রুমান (২০) এবং মঈন উদ্দিনের পুত্র আবুল কালাম (২০) জন্তিপুর গ্রামের খলিলুর রহমানের বাড়ীর পাশ থেকে তার ফোরষ্ট্রোক সিএনজি টি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন গাড়ি চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সহ রোমান ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, সম্প্রতি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন, যুবলীগ নেতা শহীদ আহমদের ২টি মোটর সাইকেল এবং এবং দলইমাটি গ্রামের আমির উদ্দিনের একটি ফোরষ্ট্রোক সিএনজি চুরি করে সিলেট শহরে নিয়ে বিক্রি করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রুমান, দেলোয়ার ও পলাতক আবুল কালামের বিরুদ্ধে কানাইঘাট থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়