Wednesday, August 14

ইউনূস উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালাচ্ছেন : অর্থমন্ত্রী

ঢাকা : সরকার গ্রামীণ ব্যাংকের ২৫ শতাংশ মালিকানা হাতে রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত। তিনি আরো বলেন, ইউনূস উদ্দেশ্যমূলকভাবে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনীতিবিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ইউনুস সাহেব উদ্দেশ্যমূলকভাবে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তিনি যতই চিৎকার চেচামেচি করেন না কেনো, তিনি আর গ্রামীণ ব্যাংক দখল করতে পারবেন না।
অর্থমন্ত্রী এ সময় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, ড. ইউনুস না চাইলেও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নীতি এই সরকার সংশোধন করবেই। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যাংকটির জন্য নতুন চেয়ারম্য্যান খোঁজা হচ্ছে। তবে এ ব্যাপারে তাড়াহুড়া করা হচ্ছে না। এছাড়াও অর্থমন্ত্রী জানান, যমুনা সেতুর পাশেই একটি আলাদা রেলসেতু নির্মাণসহ বেশ কিছু প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়