Friday, August 23

কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে হোসনি মোবারক

ঢাকা : কারাগার থেকে মুক্তি পেলেনে মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক। কায়রোর তোরা হাসপাতাল থেকে মুক্তির পরপরই থাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হোসনি মোবারক ক্যান্সারে আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
২০১১ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতা থেকে অপসারিত হন হোসনি মোবারক। অপসারণের পরপরই ৮৫ বছর বয়স্ক হোসনি মোবারক গণবিক্ষোভে হত্যা ও দুর্নীতির অভিযোগে কারাগারে আটক করা হয়। তার এ মুক্তিকে মিসরে সেনা শাসন শক্তভাবে আঁকড়ে বসার প্রমাণ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
সংবাদে বলা হয়, মিসরে গত ৩ জুলাইর পর মুরসি সমর্থকদের ওপর দমন অভিযান শেষে সেন-সমর্থিত অর্ন্তবর্তী সরকার জরুরী অবস্থা চালু করেছে।
বিবিসি সাংবাদিক বেথনি বেল জানান, আরব বসন্তের বিক্ষোভে যে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়েছিলো ও কারাগারে আটক হয়েছিলো তার মুক্তি বিষয়টিকে গ্লানিময় করে দিয়েছে।
হোসনি মুবারকের মুক্তিকে স্বাগত জানিয়েছে তার সমর্থকরা। তারা বলছে তার শাসনের সময়েই তারা অধিক ভালো ছিলো। অপরদিকে অধিকাংশ বলছে, তার মুক্তি ২০১১ বিক্ষোভকে অবমাননা। আর সেনা শাসন পুনরায় পাকাপোক্ত হবার নিদর্শন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়