:: সফিকুল ইসলাম ::
আদালত নিবন্ধন বাতিল করার প্রতিবাদে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা।
আদালত নিবন্ধন বাতিল করার প্রতিবাদে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা।
তাদের দাবি, সরকারি দল হিসেবে জনগণের নিরাপত্তা ও পাশে থাকতেই সকল পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগনের কেন্দ্রীয় নেতারা পরিবর্তনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন,“বিরোধী দল আদালতের মাধ্যমে অবৈধ হওয়া একটি দলকে মাঠে নামিয়ে গুলাপানিতে মাছ শিকার করতে চাইছে। কিন্তু আওয়ামী তা হতে দেবে না।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মানুষকে জিম্মি করে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ভণ্ডুল হয়ে যাবে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বলেন,“ইসলামের নামে জামায়াত একদিকে অপরাজনীতি করছে, অপরদিকে আওয়ামী লীগৈর বিরুদ্ধে নানারকম মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসায় এ অপপ্রচার আরও বেড়েছে।”
এছাড়া আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছে।--পরিবর্তন
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়