Sunday, August 25

মিশরে কারফিউ শিথিল

ঢাকা : মিশরের অন্তর্বর্তিকালিন সরকার দেশটিতে জারি করা কারফিউ শিথিল করেছে। ১০ দিন আগে দেশটির বিভিন্ন এলাকায় এ কারফিউ জারি করা হয়েছিল।লন্ডনস্থ বিবিসি এ খবর জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, জনসাধারণের দাবীর মুখে জনজীবনে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাতের বেলা জারি করা কারফিউ এখন থেকে দুই ঘণ্টা পর শুরু হবে। অর্থাৎ মিসরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে এখন থেকে রাত ৯টায় কারফিউ আরোপ হবে। শুক্রবার যথারীতি সন্ধ্যা ৭টায় কারফিউ শুরু হবে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে পুনর্বহালের দাবিতে মিসরে ব্যাপক বিক্ষোভ হলে সেনাবাহিনীর গুলিতে এক হাজারের বেশী বিক্ষোভকারী নিহত হয়। আর প্রায় ১’শ পুলিশ ও সেনা সদস্য নিহত হয়। মিশরজুড়ে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়