নিজস্ব প্রতিবেদক:
গত ৪ আগস্ট প্রতিপক্ষের হাতে নিহত কানাইঘাট রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম মিনার হত্যাকান্ডের সাথে জড়িত আসামী এবং হত্যাকান্ডে মদদ দাতাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন বাসীর উদ্যোগে এক বিরাট প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল আজ বুধবার বিকেল ৪ টায় রাজাগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে এবং মাওঃ এমরান আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র ও যুব জনতা তাদের বক্তব্যে বলেন, বোনের জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে এলাকার সকলের অত্যন্ত প্রিয় নম্র, ভদ্র চরিত্রবান রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নয়ামাটি গ্রামের আবুল কালামা মিনারকে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া খুনিদের দিয়ে মামলার আসামী ওলিউর রহমান ও তার বোন এলকার মক্কিরানী হিসেবে পরিচিত লতিফা বেগম পুত্র কামরান হোসেন গংরা গত ৪ আগস্ট বাজার থেকে বাড়ী ফেরার পথে রাস্তায় অত্যন্ত নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সাথে আরো অনেকের সম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত পুলিশ প্রশাসন এদের চিহ্নিত করে গ্রেফতার না করলে এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় এবং থানা প্রশাসন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, সাইফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাষ্টার শামীম আহমদ, মজির উদ্দিন, মদরিছ আলী, সাউথ আফ্রিকা প্রবাসী সালেহ আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য সায়েস্থা মিয়া সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, মাওঃ নুরুল ইসলাম, আব্দুল মতিন, মাওঃ আব্দুল্লাহ আল হোসাইন, রাজাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নিজাম উদ্দিন, ব্যবসায়ী ডাঃ লোকমান, ওহিদ মিয়া, সোনা মিয়া, ডাঃ আব্দুর রহমান, লুৎফুর রহমান, শফিকুর রহমান, নিহতের আত্মার মাগফেরাত ককামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল ইসলাম, সভার শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত করে হাফিজ সারোয়ার আহমদ। উল্লেখ্য যে, মিনার হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ মামলার আসামী গাজীপুর গ্রামের ওলিউর রহমান ও তার বোন লতিফা বেগম এবং দিলারা বেগমকে গ্রেফতার করলেও হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত কামরান হোসেন (২৫)সহ আরো কয়েকজনকে অদ্যবধি পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়