Thursday, August 8

ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

রাজধানীর গেণ্ডারিয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরু মিয়া (৪০) ও জাকির হোসেন (৩০)।
বুধবার সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ বন্দর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুরগামী তুরাগ এক্সপ্রেসের ট্রেনটি ভেতরে ও ছাদে যাত্রী বোঝাই করে ঢাকায় আসছিল। গেণ্ডারিয়া স্টেশনে আসার পরে প্লাটফর্মের ছাদের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জাকির হোসেন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নুরু মিয়া মারা যান।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেণ্ডারিয়ায় পৌঁছার পর ছাদে ওঠা কয়েকজন যাত্রী স্টেশনের সানসেটে লেগে দুই বগির মাঝখানে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়