Saturday, August 24

কানাইঘাটে বিশেষ এলাকার জন্য শিক্ষাবৃত্তি ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জামাদি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় গত বৃহস্পতিবার ডোনা রাতাছড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ডোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষাবৃত্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জামাদি বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতাছড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ডোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিক্ষা শামীমা আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা নির্বাহী অফিসের সিও ইকবাল জলিল খান। উক্ত অনুষ্ঠানে কানাইঘাটের আদিবাসী জনগোষ্ঠীর লোকজন ছাড়াও এলাকার বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, ইউপি সদস্য শামছুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.সোহরাব হোসেন উপজাতীয় জনগোষ্ঠীর হাতে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জামাদি তুলে দেন এবং শিক্ষার্থীদের মধ্যে ১ লক্ষ টাকার বৃত্তি প্রদান করেন। এ সময় উপজাতীয় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়