ঢাকা : আগামী জাতীয় নির্বাচনই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শেষ নির্বাচন। এ নির্বাচনের পরই তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন। পার্টির দায়িত্ব দেবেন তার ছোট ভাই জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের কাছে।
জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনের পর জাতীয় পার্টি থেকে আরও কয়েকজন শীর্ষ নেতা অবসরে যাবেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি ও বেগম রওশন এরশাদ। ইতোমধ্যে তারা দলে তাদের ঘনিষ্ঠ নেতাকর্মী এবং স্বজনদের কাছে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার দিন-তারিখ ইতোমধ্যে ঠিক করে রেখেছেন এরশাদ। সূত্রমতে, অক্টোবরের শেষের দিকে মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন সাবেক এ রাষ্ট্রপতি।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। বার্ধক্যজনিত কারণে আমি ক্লান্ত। পার্টির দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরের কাছে দেওয়া হবে। আর আমি পার্টির উপদেষ্টা হিসেবে থাকব। সূত্র : দৈনিক সকালের খবর
জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনের পর জাতীয় পার্টি থেকে আরও কয়েকজন শীর্ষ নেতা অবসরে যাবেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি ও বেগম রওশন এরশাদ। ইতোমধ্যে তারা দলে তাদের ঘনিষ্ঠ নেতাকর্মী এবং স্বজনদের কাছে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার দিন-তারিখ ইতোমধ্যে ঠিক করে রেখেছেন এরশাদ। সূত্রমতে, অক্টোবরের শেষের দিকে মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন সাবেক এ রাষ্ট্রপতি।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। বার্ধক্যজনিত কারণে আমি ক্লান্ত। পার্টির দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরের কাছে দেওয়া হবে। আর আমি পার্টির উপদেষ্টা হিসেবে থাকব। সূত্র : দৈনিক সকালের খবর
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়