নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা আ’লীগের সিনিয়র নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধানের শ্বশুর, কানাইঘাট সদর ইউপির বীরদল কচুপাড়া গ্রাম নিবাসী এলাকার প্রবীণ মুরব্বি সমাজসেবী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব মোঃ ফয়জুল হক আজ মঙ্গলবার বেলা ২টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ মেয়ে, ৩ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা ফয়জুল হকের জানাজার নামায কচুপাড়া সংলগ্ন বোরহান উদ্দিন সড়কে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বহু মানুষ শরীক হন। এদিকে সমাজসেবী কানাইঘাটের প্রবীন মুরব্বি ফয়জুল হকের মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এমএ হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন, কাওছার আহমদ, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ,সহকারী প্রধান শিক্ষক কলামিষ্ট মহিউদ্দিন,উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়