দেশব্যাপী জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিন কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে দুরপাল্লার যানবাহন ব্যতিত হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট ব্যাংক, বীমা অফিসপাড়া খোলা ছিল। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেলা ১২টা পর্যন্ত কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, গাছবাড়ী বাজার, সড়কের বাজারসহ বেশ কয়েকটি স্থানে বিপ্তিভাবে পিকেটিং ও মিছিল করেছে। হরতালে নাশকতা এড়াতে কানাইঘাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষের খবর পাওয়া যায় নি। মনসুরিয়া পয়েন্টে হরতালের সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর করিম, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, নায়েবে আমির মাওঃ আব্দুল মালিক, জামায়াত নেতা মাওঃ শরিফ উদ্দিন, ডাঃ আব্দুর রকিব, হাফিজ তাজ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, শিবির নেতা রশিদ আহমদ, শামিম আহমদ, গিয়াস উদ্দিন, শাকির আহমদ, জুবায়ের প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়