Friday, August 16

মুক্তিযোদ্ধাদের এবার ডিজিটাল সনদ

ঢাকা : এবার মুক্তিযোদ্ধাদের দেওয়া হচ্ছে 'ডিজিটাল সনদ'। স্বাধীনতার ৪২ বছর পর এবারই দেশের এই মহান ব্যক্তিদের দেওয়া হচ্ছে স্থায়ী সনদ। ফলে স্বাধীনতার পর কাগজের সব ধরনের স্থায়ী বা সাময়িক সনদ গুলো বাতিল করা হবে।

'ডিজিটাল সনদ' প্রদানের প্রদান উদ্দেশ্য হল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকাভুক্ত ১ লক্ষ ৫৬ হাজার মুক্তিযোদ্ধাকে স্থায়ীভাবে নকলমুক্ত সনদ প্রদান করা। আর এই সনদটি করা হবে অত্যন্ত সুরক্ষিত। যাতে কেই নকল না করতে পারে। এর জন্য নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

'ডিজিটাল সনদে' থাকবে ৯টি নিরাপত্তা বৈশষ্ট্যি। সেগুলো হল, বঙ্গবন্ধুর ছবি, পুরো সনদে সুক্ষ করে জয় বাংলা লেখা, বারকোড, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মনোগ্রাম, জলছাপ, নিরাপত্তা সুতো, থ্রিডি প্রযুক্তি ব্যবহার, সাউন্ড এফেক্ট হওয়া, স্ক্যান ও ফটোস্ট্যাট প্রটেকশন সিস্টেম।এছাড়া 'ডিজিটাল সনদে' থাকবে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও সচিবের নাম এবং স্বাক্ষর।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়