Saturday, August 24

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩৫



ঢাকা: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় দুম্বা গ্রামের এক মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। চলতি মাসে মসজিদে হামলার এটি দ্বিতীয় ঘটনা। শুক্রবার দেশটির সেনা কর্মকর্তারা এ খবর জানান।

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস ওলুকোলাদে এএফপিকে বলেন, বোকো হারামের লোকেরা এ হামলা চালিয়েছে। গ্রামবাসীরা তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে তারা এহামলা চালায়। এতে ৩৫ হন নিহত এবং আরো ১৪ জন আহত হয়।
 
হামলার ঘটনাটি সোমবার হলেও শুক্রবার এ খবর প্রকাশিত হয়। গ্রামটি প্রত্যন্ত এলকায় হওয়ায় এবং ওই এলাকার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় খবরটি প্রকাশে দেরি হয়।
 
অন্য এক সেনা সূত্র জানায়, সোমবার ভোরে সেনাদের পোশাক পরিহিত বোকো হারামের বন্দুকধারীরা গ্রামে প্রবেশ করে রাস্তার পাশে অবস্থান নেয়। তারা ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফিরতে থাকা মুসল্লিদের লক্ষ্য করে ওই হামলা চালায়।
 
এর আগে গত ১০ আগস্ট কোনদুগা এলাকার এক মসজিদে হামলা চালিয়ে ৪৪ জনকে হত্যা করেছিল নিষিদ্ধ ঘোষিত ওই জঙ্গি সংগঠনটি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়