Monday, August 19

ক্ষেপণাস্ত্র উতপাদনের দিক থেকে বিশ্বে ষষ্ঠ অবস্থানে ইরান

ঢাকা : ক্ষেপণাস্ত্র উতপাদন ও সক্ষমতার দিক থেকে  মধ্যপ্রাচ্যে শীর্ষে এবং বিশ্বে ছয় নম্বর অবস্থানে রয়েছে ইরান।

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন। তিনি প্রতিরক্ষমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নেয়ার প্রাক্কালে এ সাক্ষাতকার দেন। এ সাক্ষাতকারে তিনি ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে ইরানের এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণও উল্লেখ করেন।

জেনারেল ওয়াহিদি বলেন, ক্ষেপণাস্ত্রে  ব্যবহারের জন্য সলিড বা নিরেট জ্বালানি তৈরির প্রযুক্তি ইরানের অর্জন এবং ‘সিজ্জিল’-এর মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ ইরানকে এ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করেছে।

জেনারেল ওয়াহিদি ইরানের এ অবস্থানে যাওয়ার পেছনে আর যে সব কারণ তুলে ধরেন সেগুলো হলো, ফতেহ্‌’র মতো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রকে সুনির্দিষ্ট অবস্থানে আঘাত হানার ক্ষমতা বৃদ্ধি করা এবং কাদের, নাসের এবং জাফর-এর মতো নানা ধরনের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা। এ ছাড়া,  ইয়া জাহরা, মেরসাদ এবং হেরয-৯-এর মতো নানা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানকে এমন অবস্থানে নিয়ে যেতে সহায়তা করেছে বলে জানান তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়